আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন। ওয়াস স্বলাতু ওয়াস সালামু আলা রাসূলিহীল কারীম। আম্মা বা’দ।
মহান আল্লাহর প্রশংসা ও তাঁর নবীর প্রতি দরূদ পাঠের পর আল্লাহ তা’আলার কাছে অশেষ কৃতজ্ঞতা যে, তিনি আমাদেরকে উল্লেখযোগ্য তেমন কোনো যোগ্যতা ছাড়াই আলেমদের মাঝে অন্তর্ভুক্ত করেছেন। তবে আমাদের সকলকে একটি বিষয়ে সতর্ক থাকা আবশ্যক যে, আমাদের কারো মাঝেই যেন এ ধারণার বীজ বপণ না হয় যে, আমি একজন আলেম। কেননা আলেম হওয়া সাধারণ কোন বিষয় না। প্রকৃত আলেমগণ আল কুরআন, তাফসীর, হাদীস, ফিক্বহ, উসূল, ভাষাসহ সংশ্লিষ্ট বিষয়সমূহে পারদর্শী হয়ে থাকেন।
———————————-
Veery Nice